টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল
ছবি: সংগৃহীত

লা লিগায় যেন হুট করেই ছন্দপতন ঘটেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। টানা তিন ম্যাচে জয়ের দেখা মেলেনি দলটির। অবস্থা দ্য হোয়াইটদের এতোটাই বেগতিক যে জিরোনার সাথেও তাদের মাঠ ছাড়তে হয়েছে ড্র করে।

সফরকারী হয়ে জিরোনোর মাঠে খেলতে গিয়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও তাতে লাভ হয়নি। ম্যাচের ৬০ শতাংশ সময় জাবি আলোনসোর শীষ্যরা বল নিজেদের দখলে রাখে। প্রতিপক্ষের গোলবারে নেয় গুণে গুণে ২৯টি শট। কিন্তু সেখানে সফলতা আসে কেবল একটিতে।

সেদিক থেকে দুর্দান্তই খেলেছে বলা চলে জিরানো। ম্যাচের অর্ধেকেরও কম সময় বল নিজেদের নিয়ন্ত্রণে থাকলেও রিয়ালের গোলবারে ১৪টি আক্রমণ চালিয়েছিল জিরোনো।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল রিয়াল। কিন্তু গোলের দেখা তো পাচ্ছিলই না বরং প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে তাদের হজম করে বসতে হয় এক গোল।

স্বাগতিকদের হয়ে ম্যাচে প্রথম ও একমাত্র গোলটি করেন আজ্জেদিন ওনাহি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জিরোনা।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় রিয়াল মাদ্রিদ। সেই সুবাদে ম্যাচের ৬৫তম মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যায় সফরকারীরা। এসময় পেনাল্টি কিক থেকে গোলটি করেন জেইডেন সিলস। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি। ম্যাচটি শেষ হয় ১-১ গোল ব্যবধানে।

বিপি/এনএ