সেমিফাইনালের টিকিটে অবিশ্বাস্য মূল্যছাড়

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
সেমিফাইনালের টিকিটে অবিশ্বাস্য মূল্যছাড়
ছবি : সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি নিশ্চিত হয়েছেশেষ চারে জায়গা করে নিয়েছে চার দেশের চার ক্লাব (চেলসি, রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং ফ্লুমিনেন্স)। এদিকে, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের টিকিটের মূল্যে এসেছে অবিশ্বাস্য ছাড়যা দর্শকদের জন্য সুখবর

ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেরএই ম্যাচের টিকিটের পূর্বমূল্য ধরা হয়েছিল ৪৭৩.৯০ ডলারতবে এই ম্যাচের সাধারণ টিকিটের মূল্য কমিয়ে আনা হয়েছে মাত্র ১৩.৪০ ডলারে

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১টায় এই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথাটুর্নামেন্টের শুরু থেকেই ফিফা ব্যবহার করছে ডাইনামিক প্রাইসিং পদ্ধতিযার ফলে দর্শকচাহিদার উপর ভিত্তি করে পাল্টে যাচ্ছে টিকিটের দাম

তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ-পিএসজি ম্যাচচলমান ক্লাব বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবকটিতে ৬০ হাজারের বেশি দর্শক টানতে সামর্থ্য হয়েছে মাদ্রিদের ক্লাবটিযার কারণে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের সেমিফাইনালের টিকিটের মূল্য শুরু হচ্ছে ১৯৯.৬০ ডলার থেকে

এদিকে এর আগেও কোয়ার্টার ফাইনালে দর্শক টানতে এই কৌশল ব্যবহার করেছে ফিফাফ্লুমিনেন্সআল হিলালের ম্যাচ (অরল্যান্ডো) এবং চেলসি-পালমেইরাস ম্যাচ (ফিলাডেলফিয়া)এর টিকিটের দামও কমিয়ে আনা হয়েছিল মাত্র ১১.১৫ ডলারে