খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট নিয়ে যা জানা গেল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট নিয়ে যা জানা গেল
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
 
রোববার (৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন চিকিৎসকরা।
 
মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রোববার, সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।
 
তারা আরও জানায়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।
 
এদিকে টানা ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য রোববার ছিল সর্বশেষ নির্ধারিত তারিখ। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আপাতত তাকে লন্ডনে নেওয়া হচ্ছে না। এন্ডোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
বিপি/আইএইচ