টাকা নয়, জনগণের অংশগ্রহণই বড় শক্তি: তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা তার নির্বাচনি ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। মাত্র ১০ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ স্বেচ্ছাসেবী হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ডা. তাসনিম জানান, এটি প্রমাণ করছে মানুষ নতুন ধরণের রাজনীতির জন্য প্রস্তুত, যেখানে টাকা বা পেশীশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রথম এক হাজার স্বেচ্ছাসেবীকে টিমে যুক্ত করা হবে এবং ধাপে ধাপে রোল, দায়িত্ব ও প্রশিক্ষণ দেওয়া হবে।
ডা. তাসনিম জারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, দেশের যে কোনো জায়গা ও প্রবাসী নির্বিশেষে সবাই এই নির্বাচনে অংশ নিতে পারবেন। স্বেচ্ছাসেবকরা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিট, উঠান বৈঠক আয়োজন, ফান্ড সংগ্রহ ও বাসায় বাসায় প্রচারণা করার মতো বিভিন্ন ভূমিকা নিতে পারবেন।
তিনি আরও জানিয়েছেন, ‘নির্বাচনে আইনে নির্ধারিত সর্বোচ্চ বাজেট ২৫ লাখ টাকা অতিক্রম করা হবে না এবং নির্বাচনের প্রতিটি খরচ স্বচ্ছভাবে জানানো হবে।’
তাসনিম জারা বলেন, ‘সততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রমাণ করব যে রাজনীতি টাকা বা পেশীশক্তির বাইরে সত্যিকারের জনগণের হাতেই সম্ভব।’
তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন হোক জনগণের নিজেদের নির্বাচন; আমরা একসাথে টিম গড়ব এবং সততার সঙ্গে রাজনীতি প্রমাণ করব।’
বিপি/ এএস
