খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ
ডা. এ জেড এম জাহিদ। ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছড়ানো গুজবে ভুলে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন দলের স্থানীয় কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক।

ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।’ 

বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়া যাবে না জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ। তিনি বলেন, ‘চিকিৎসা প্রক্রিয়ায় ডাক্তাররা যা করছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন। বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কিনা তা বোর্ডের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে। আজও বিদেশ থেকে বিশেষজ্ঞরা তাকে দেখবেন।,

ডা. জাহিদ আরও বলেন, ‘রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সরকার চিকিৎসায় সবরকম সহযোগিতা করছে। দেশবাসীর দোয়ার জন্য অনুরোধ করছি, দোয়ার কারণে বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।,

বিপি/এস