দেশবাসীর উদ্দেশে তারেক জিয়ার বার্তা
বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যেভাবে সহযোগিতা, সহমর্মিতা ও শুভকামনা প্রকাশ করা হচ্ছে, তার জন্য জিয়া পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশের সরকার প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বন্ধুপ্রতিম ব্যক্তিদের উদ্বেগ ও শুভকামনা জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে তারা এই কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশবাসীর সম্মিলিত প্রার্থনা ও সমর্থনই তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বেগম জিয়ার স্বাস্থ্যের সংকটময় পরিস্থিতিতে দেশজুড়ে ও আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে সহমর্মিতা ও সংহতির বার্তা পাওয়া যাচ্ছে, তার জন্য জিয়া পরিবার ও বিএনপি প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিপি/এস
