‘জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে’

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
‘জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে’

জামায়াত ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী হাসিনার সরকার দেশকে দুর্নীতির চরম শিখরে নিয়ে গেছে। জনগণের মৌলিক অধিকার হরণ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তারা মানুষের কল্যাণে কিছুই করেনি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তিতে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ভাষানটেক থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ সময় প্রায় দুই হাজার অসহায় বাস্তুহারা মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।

জামায়াত সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে ডা. খালিদুজ্জামান বলেন, ৫ আগস্ট যে স্বপ্ন নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।

নারীদের নিরাপত্তা, কর্মক্ষেত্রে মর্যাদা ও সামাজিক সম্মান নিশ্চিতে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা-১৭ আসনের এই প্রার্থী বলেন, নতুন কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় না আসতে পারে—এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ও ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ও ঢাকা-১৭ আসনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।