ফেব্রুযারিতে নির্বাচন হতে হবে সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে: হাসনাত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
ফেব্রুযারিতে নির্বাচন হতে হবে সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে: হাসনাত
ছবি : সংগৃহীত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এ সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুযারিতে নির্বাচন হতে হবে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই সনদের আদেশ জারির প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ইতিহাসের কি নির্মম বাস্তবতা যে বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুর হাতে (মো. সাহাবু্দ্দিন) বায়াত নিয়ে জুলাই সনদ নিতে চায় এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। ফ্যাসিবাদের সুপ্রিম লিডার চুপ্পুর হাতে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এ উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র দেওয়ার বৈধ রয়েছে গণঅভ্যুত্থানের। গণঅভুত্থানের মধ্য দিয়ে যেহেতু ড. মুহাম্মদ ইউনুস এসেছেন তিনি এটির আদেশ দিবেন এবং দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে, কোনো অধ্যাদেশ নয় ও প্রজ্ঞাপন নয়।

এনসিপির ভোলা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আ্যড. মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় ও জেলাসহ ইউনিয়নের অন্যান্য নেতারা। এর আগে তিনি সকালে বরিশাল থেকে স্পিডবোটে ভোলায় আসেন।