ফের আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের
বাংলাদেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি সংস্থাটির কর্মকর্তারা।
এ অবস্থায় ফের আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা।
বিদেশ থেকে আগের মতোই পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চান তারা।
বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা সাংবাদিকদের বলেন, বিটিআরসি আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই।
বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে শামিম মোল্লা বলেন, আপনারা কালকে পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম দেয় নাই। আগামীকালের মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন।
অন্যদিকে, সরকার বলছে- দীর্ঘদিন ধরে অননুমোদিত উপায়ে মোবাইল ফোন বাংলাদেশের বাজারে ঢোকাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
১৬ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত সারাদেশে কার্যকর করার কথা রয়েছে।
বিপি/এনএস
