বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনিতথ্য দেনসুপ্রিম কোর্টের খাসকামরায়বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে সিইসি সরাসরি ইসি থেকে সুপ্রিম কোর্টে যান। সেখানে তাকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিক।

 

দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ১৫ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।

বিপি/ এএস