নীতিমালা গায়েব, দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি 

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
নীতিমালা গায়েব, দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি 
সমাজকল্যাণ মন্ত্রণালয় লোগো। ছবি- সংগৃহীত

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা তিন বছর সাত মাস ধরে অনুমোদনের অপেক্ষায় পড়ে থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনও শাখাই নীতিমালার ফাইলটির অবস্থান জানাতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করে দায়ীদের শনাক্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ২০২২ সালের ২৪ জানুয়ারি নীতিমালাটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। তবে দীর্ঘ তিন বছর সাত মাস পেরিয়ে গেলেও এখনো অনুমোদন প্রক্রিয়ায় অগ্রগতি হয়নি।

 গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত সমন্বয় সভায় সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ নীতিমালার অগ্রগতি জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান—ফাইলটি কোন শাখায় রয়েছে, তা তারা নিশ্চিত নন। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় সচিব তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এরপর সচিবের নির্দেশে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব রাসেল আহমেদ এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী সচিব মো. মোজাম্মেল হক খান।

তদন্ত কমিটিকে নীতিমালাটি কোন শাখায় আটকে আছে তা শনাক্ত করা, নিষ্পত্তিতে দেরির জন্য কারা দায়ী তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দীর্ঘসূত্রিতা রোধে করণীয় সুপারিশ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপি/ এএস