সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে দুই কলেজের সংঘর্ষ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে দুই কলেজের সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তার আগে দুই কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দুটি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সকাল ৯টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পেছনের গ্রিন রোডে দাঁড়িয়ে থাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজের ৮-১০ জন শিক্ষার্থী লাঠি হাতে ধাওয়া দেয়ার মাধ্যমে।

পরে দুই পক্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায় নিউমার্কেট থানা পুলিশ। সংঘর্ষের ঘটনায় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাকে আইডিয়াল কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

কিন্তু সকাল ১০টার দিকে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সময় সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী হামলা করলে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হন।

খবরটি ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি-স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে জড়ো হয়ে হামলা চালান। পরে দুই কলেজের শিক্ষার্থীরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড ও পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। তাকে ল্যাব এইড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।