দুর্নীতিবাজদের ‘ভোট দিবেন না’
আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিতে জড়িত ও চাঁদাবাজ প্রার্থীদের ভোট না দিলে দেশে দুর্নীতির প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, ‘আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতেই হবে। ভোটাররা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করলে দেশের দুর্নীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।’
তিনি আরও বলেন, সমাজে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা পুরোপুরি নির্মূল করা কঠিন। এ পরিস্থিতিতে তরুণদের এগিয়ে এসে সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই, একদিনের উদ্যোগও তাদের লাগাম টেনে ধরতে পারে।’
২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) সইকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে; বিশ্বব্যাপী ১৯১টি দেশ দিবসটি পালন করে থাকে।
বিপি/ এএস
