বেনজিরের ফ্ল্যাটের থালাবাটি-বাসনকোসন যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
বেনজিরের ফ্ল্যাটের থালাবাটি-বাসনকোসন যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী–মেয়ের ব্যবহৃত-অব্যবহৃত জামাকাপড়সহ চারটি ফ্ল্যাটে ফেলে যাওয়া মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র মারফত এমনটাই জানা গেছে।

গত ৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি মালামালগুলো বুঝে নেওয়া ও হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা করতে মুখ্য সচিবকে অনুরোধ করেন।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ২৭ অক্টোবর এ আদেশ দিয়েছেন।

আদেশ অনুযায়ী, গুলশান-১ এর ১২৬ নম্বর সড়কে র‍্যাংকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাটে (১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি) থাকা পচনশীল জিনিসপত্র, ব্যবহৃত বা অব্যবহৃত কাপড়, বাসনকোসন, রান্নাঘরের জিনিস ও অন্যান্য মালামালের মধ্যে যেগুলো নিলাম করা যায় সেগুলোর নমুনা রেখে বাকি মালামাল তালিকা অনুযায়ী প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাতে হবে।

এ জন্য আদালতের নিয়োগ করা রিসিভার অর্থাৎ দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) তা জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর দুদক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এখন মালামালগুলো গ্রহণ করতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে দুদকের উপপরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) মোহাম্মদ সিরাজুল হক বলেন, ‘এখন পর্যন্ত মালামাল হস্তান্তর করা হয়নি। তারিখও নির্ধারণ হয়নি। হলে আমরা সেটা জানিয়ে দিব।’