জনকল্যানমুখী রাজনীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়: ড. ওয়াহিদ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
জনকল্যানমুখী রাজনীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়: ড. ওয়াহিদ
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছবি- বাংলাপোষ্ট

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধু গণতন্ত্রই যথেষ্ট নয়; রাজনীতি যদি জনকল্যানমুখী না হয়, তাহলে যুব সমাজ ক্যাডারভিত্তিক জীবিকা অর্জনের জন্য রাজনীতিকেই বেছে নেবে। সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠীও নতুন বলয় তৈরি করে জনকল্যান্যমুখী নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা বেকার যুব তৈরি করছে, তাই উন্নয়ন শুধুমাত্র রাজনীতির উপর নির্ভর করতে পারবে না। আচরণবিধি ও মূল্যবোধ গঠনের বিষয়েও গবেষণার প্রয়োজন রয়েছে।

 

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী মূল লক্ষ্য ছিল কার্যকর গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু বর্তমানে সীমিত প্রত্যাশা কার্যকর গণতন্ত্র স্থাপন।

তিনি আরও বলেন, প্রশাসনিক সংস্কার একাই যথেষ্ট নয়; ব্যবসায়ী ও আমলাতন্ত্রের মধ্যে অশুভ সম্পর্ক থাকলে কর ফাঁকি ও রেন্ট সেকিং বন্ধ করা সম্ভব হবে না। এজন্য সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন দরকার।

প্রফেসর এ.কে. এনামুল হক জানান, দু’দিনের গবেষণা সম্মেলনে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এতে যুব বেকারত্ব, দারিদ্র্য বৃদ্ধি, স্বাস্থ্য সংকটসহ নানা জাতীয় ইস্যু আলোচনার মাধ্যমে উঠে আসবে।

বিপি/  এএস