বিটিআরসি ভবন ঘেরাও মোবাইল ব্যবসায়ীদের
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেন। তাদের উপস্থিতির কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের মূল তিনটি দাবি হলো— এনইআইআর সংস্কার করা, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা দূর করা এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, ‘আমরা বহুবার সরকারের কাছে আলোচনার জন্য আবেদন করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। পরিস্থিতি এমন যে, দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।’
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়িত হলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং নতুন নিয়মে শুধু একটি গোষ্ঠী সুবিধা পাবে। এতে মোবাইলের দামও বাড়তে পারে।
সরকার জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করা হবে। এছাড়া বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধা দেওয়া হবে।
সরকারের মতে, এনইআইআর চালু হলে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে এবং অবৈধ ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।
বিপি/ এএস
