‘খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার’

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
‘খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সকল ধরণের সহযোগীতা করছে সরকার। শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সবিচ শফিকুল আলম।

তিনি বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।’

শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।

এদিকে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুল্যান্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে এয়ার অ্যাম্বুল্যান্সটি ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

তবে খালেদা জিয়ার দেশ ছাড়ার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। শারীরিক অবস্থার উন্নতি ঘটলে তবেই মিলবে দেশ ছাড়ার সবুজ সংকেত।