সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ
সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্তকরণসহ বিভিন্ন দাবিতে আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশের মোবাইল ব্যবসায়ীরা
গতকাল শনিবার এ সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।
দাবি বাস্তবায়নে চাপ সৃষ্টির অংশ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন—দাবি পূরণ না হলে শিগগিরই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করা হবে।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, রোববার সকাল থেকে সারাদেশে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিটিআরসি কার্যালয়ের সামনে সমবেত হবেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে ব্যবসায়ীরা বলছেন, এনইআইআর ব্যবস্থার ফলে দেশের লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাদের অভিযোগ—নতুন এই নিয়ম কেবল একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করবে এবং বাড়তি করের কারণে ভোক্তাপর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।
এর আগেও একই দাবিতে গত ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এর আগে ২৯ নভেম্বর রাতে এনইআইআর সংস্কারের দাবিতে কর্মসূচি ঘোষণা করে এমবিসিবি।
বিপি/ এএস
