খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তিন বাহিনীর প্রধান। ছবি- সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানায় আইএসপিআর।
আইএসপিআর জানিয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক।
বিপি/এসআর
