রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাক

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ফলে কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন তার এপিএস সাগর হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো।’

এর আগে ওই আইডি থেকে “#Resignation” লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।

বিপি/আইএইচ