জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যা বললেন ইসি

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে যা বললেন ইসি
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্ভবত আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমকে এ সম্ভাব্য তারিখের ইঙ্গিত দেন তিনি।

জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে—এ প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। 

এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।

 

এদিকে ভোটের তফসিল ঘোষণা ও নির্বাচন–সংক্রান্ত তারিখ নির্ধারণে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশনের বৈঠক বসবে। সেখানেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সে অনুযায়ী দু–তিন দিনের ব্যবধান রেখে অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল প্রকাশ করা হতে পারে।

আনোয়ারুল ইসলাম জানান, ভোটগ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এজন্য সকাল-বিকালে দুদিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, সেটা এগিয়ে সাড়ে ৭টা হতে পারে। আবার বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, সেটা বাড়িয়ে সাড়ে ৪টা পর্যন্ত করার কথা ভাবা হচ্ছে।

বিপি/এএস