বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করব: উপদেষ্টা
বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে গঠন করা তদন্ত কমিশন ভালো ভালো সুপারিশ দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টিকে সিরিয়াসলি দেখছে। এটি অনেক বড় ভলিউমের, আমাদের সবটা পড়া হয়নি। পড়ার পর ওনাদের যে সুপারিশগুলো আছে সেগুলো অবশ্যই বাস্তবায়ন করব। ডেফিনেটলি খুব ভালো ভালো সুপারিশ এসেছে। ওগুলো অবশ্যই বাস্তবায়ন করব।'
বিডিআর হত্যার জন্য প্রতিবেদনে পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করা হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এখন পর্যন্ত যেহেতু পুরোটা পড়িনি। তাই এ ব্যাপারে আমি মন্তব্য করব না।
সভায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের দিতে চাচ্ছি না, কারণ পরিস্থিতির সাথে সঙ্গে এই তালিকাটা পরিবর্তন হতে থাকে। ফাইনাল যখন হবে তখন সংখ্যাটা আপনাদের বলে দেব।
নির্বাচনের জন্য যত প্রয়োজন তত বডি ক্যামেরা কেনা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। তবে তিনি কোন সংখ্যা জানাননি।
সীমান্ত নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় যাতে কেউ সীমান্ত দিয়ে ঢুকতে না পারে, এ বিষয়ে মূলত আলোচনা হয়েছে। কোনো ধরনের উস্কানিমূলক প্রচারণা যাতে বাইরে থেকে না আসে এসব ব্যাপারেও আলোচনা হয়েছে।
একটি দলের সুপারিশ নিয়ে এসপি পদায়ন করা হয়েছে বলে অভিযোগ আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম।'
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যে প্রতিষ্ঠান আড়ি পাতার দায়িত্বপ্রাপ্ত তারাই আড়ি পাতবে, অন্যরা পাতবে না।
