খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে চাইলে ব্যবস্থা নেবে সরকার
উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল টিম বা পরিবার যদি খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তাহলে তার ব্যবস্থা করবে সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
এদিকে একইদিন বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়া যাবে না জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ। তিনি বলেন, ‘চিকিৎসা প্রক্রিয়ায় ডাক্তাররা যা করছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন। বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কিনা তা বোর্ডের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে। আজও বিদেশ থেকে বিশেষজ্ঞরা তাকে দেখবেন।’
ডা. জাহিদ আরও বলেন, ‘রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সরকার চিকিৎসায় সবরকম সহযোগিতা করছে। দেশবাসীর দোয়ার জন্য অনুরোধ করছি, দোয়ার কারণে বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।’
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে তার ফুসফুসে সংক্রমণ ধরা পরে। এরপর হাসপাতালে তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় শুরুতে তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে পরিবার। কিন্তু মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত না মেলায় দেশেই বিদেশি বিশেষজ্ঞ এনে চলতে থাকে তার চিকিৎসা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
