বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত আছি, তারেক রহমানকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
ছবি- বাংলাপোষ্ট
তারেক রহমানের বিশেষ নিরাপত্তায় যা দরকার, তা দিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই।'
তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছি, বিশেষভাবে যাদের জন্য দরকার... যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার এটার জন্য আমরা প্রস্তুত আছি।'
