ওয়াহিদ উদ্দিন মাহমুদ
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তার হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পরিবার ও দলের সদস্যরাও এ সিদ্ধান্তের সঙ্গে অবগত রয়েছেন।
উল্লেখ্য, একই দিন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকেও খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করা হয়েছে এবং তার চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
বিপি/এস
