বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১২ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল বলেন, ‘ভোরবেলা আমরা ফোন পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করি। কে বা কারা তাকে হত্যা হয়েছে সেটি এখনও জানা যায় নি। তদন্তের পর সেটি আমরা জানিয়ে দিব। তবে এটা বোঝা যাচ্ছে যে গুলি করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মামুন দিনমজুর ছিলেন। যে বাসায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পায়া গিয়েছে সেখানে তিনি থাকতেন না। আমরা তার লাশ উদ্ধার করে ইতোমধ্যেই মর্গে পাঠিয়েছি।’