পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসন্তুষ্ট নয়, বরং বর্তমান সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন আগামী সরকার করবে- এটা শোনার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, পে কমিশনের কাজটি অত্যন্ত জটিল, কারণ এটি একটি স্বাধীন প্রক্রিয়া, যেখানে সরকারের কোনো ভূমিকা নেই। এই প্রক্রিয়ায় সিভিল পে কমিশন এবং আর্মিদের জন্য আলাদা রিপোর্ট সহ তিনটি বিশেষ ধরনের রিপোর্ট আসে, যেগুলিকে প্রথমে রিকনসাইল(সমন্বয়) করতে হয়। এরপর সচিব কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ সহ একাধিক প্রশাসনিক স্তরের অনুমোদনের প্রয়োজন হয়।
তিনি বলেন, 'আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি। তবে তিনি আশ্বাস দেন যে সরকার একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা সেটআপ তৈরি করে যাবে, যাতে পরবর্তী সরকার এটি সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করতে পারে।
সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্ট অসন্তোষের বিষয়ে উপদেষ্টা বলেন, যে সরকার নিজেই এই উদ্যোগ নিয়েছে, যখন কর্মচারীরা ৭/৮ বছর অপেক্ষা করেছে, তাই তাদের ধৈর্য ধরা উচিত এবং বরং সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত।
