উত্তরায় মাইক্রোবাসে আগুন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
উত্তরায় মাইক্রোবাসে আগুন
ছবি : সংগৃহীত

একের পর এক বাসে আগুন দেয়ার রেশ কাটতে না কাটতেই এবারে উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সোয়া সাতটার দিকে রাজধানীর উত্তরার জসিমউদ্দিনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।