মোহাম্মদপুরে স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১২ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
মোহাম্মদপুরে স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুলে বুধবার দিবাগত রাতে (১২ নভেম্বর) দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১২ টা ৪ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটায় চার দুর্বৃত্ত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে চারজন এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থামে। দুটি মোটরসাইকেলের চালকের মাথায় ছিল হেলমেট; বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল।

এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে পরপর দুটি বোমা স্কুলকে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার কার্যক্রম শুরু করেছে।