ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০২ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম
ফাইল ছবি

কমলো এলপিজির দাম। ২৬ টাকা কমিয়ে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলিপিজির নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত থেকেই এই মূল্য কার্যকর হবে। 

এছাড়া অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এর আগে গত ৭ অক্টোবর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

২০২৪ সালের পুরোটা জুড়ে মোট ১১ বার এলপিজি ও অটোগ্যাসের মূল্য পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে বছরের ৭ মাসেই দাম বেড়েছিল, আর ৪ দফায় দাম কমেছিল। শুধুমাত্র ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।