আজ থেকে ২০২৬ জাতীয় নির্বাচনের প্রচার শুরু
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনি প্রচারাভিযান। রবিবার (২ নভেম্বর) ঢাকায় প্রকাশিত হয়েছে প্রথম টিজার।
২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনি ক্যাম্পেইন। এই উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রথম টিজার, যেখানে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
টিজারটিতে বক্তব্য রাখেন গুমের শিকারদের পরিবারের হয়ে কাজ করা ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক। তিনি বলেন, “বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬— দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন, কেমন বাংলাদেশ দেখতে চান।”
প্রথম টিজারটি প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। নির্বাচনের প্রস্তুতি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী দিনগুলোতে বিভিন্ন দল ও সংগঠন মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।
