দুপুরে নির্ধারিত হবে এলপি গ্যাসের নতুন দাম

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০২ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
দুপুরে নির্ধারিত হবে এলপি গ্যাসের নতুন দাম
ফাইল ছবি

চলতি নভেম্বর (২০২৫) মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন সমন্বিত মূল্য আজ (রবিবার) দুপুরে ঘোষণা করা হবে। গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সেই অপেক্ষার অবসান ঘটবে আজ।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। আজ বিকেল ৩টায় নতুন মূল্য কার্যকর করা হবে।

গত ৭ অক্টোবর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও আজ ঘোষণা করা হবে। গত ৭ অক্টোবর সর্বশেষ সমন্বয়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

২০২৪ সালের পুরোটা জুড়ে মোট ১১ বার এলপিজি ও অটোগ্যাসের মূল্য পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে বছরের ৭ মাসেই দাম বেড়েছিল, আর ৪ দফায় দাম কমেছিল। শুধুমাত্র ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।