ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
জাকার্তায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ভবনের ভেতরে এখনও অনেকে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে দমকল ও উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ভবনটির প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ওই ভবনেই জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে মই বেয়ে নিচে নেমে আসেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ভেতরে আরও হতাহত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় টেলিভিশনের ফুটেজে উদ্ধারকর্মীদের বডি ব্যাগে মরদেহ বহন করতে দেখা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
বিপি/আইএইচ