জাপানে এক সপ্তাহের রেড এলার্ট জারি
জাপানের উত্তর উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে আগামী এক সপ্তাহের জন্য শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী এক সপ্তাহে আরও কিছু শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। জনগণকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
প্রাথমিকভাবে আওমোরি, ইওয়াতে, হোক্কাইদোর উপকূল, মিয়াগি ও ফুকুশিমার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে টোকিও কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে।
এর আগে ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করেছিল দেশটির সরকার। পরবর্তিতে সেটি প্রত্যাহার করে নেয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, সুনামি ঢেউ দেখা গেছে ইওয়াতে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার উচ্চতায়।
এদিকে সোমবারের শক্তিশালী সেই ভূমিকম্পে অন্তত ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন ভূমিকম্প-সংশ্লিষ্ট কি না তা নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।
