জাপানের ভূমিকম্পে আহত ৩০
জাপানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। একই সঙ্গে ভূমিকম্পের কারণে ২ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশুর আওমোরি প্রদেশের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
সমুদ্রের তলদেশে উৎপত্তিস্থল হওয়ায় ভূমিকম্পের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। যদিও কিছু সময় পর তা প্রত্যাহার করে নেয় জাপানের আবহাওয়া বিভাগ। তবে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা।
জাতীয়ভাবে প্রচারিত এক বক্তব্যে জনসাধারণকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।
তিনি বলেন, ‘আগামী কয়েক দিন আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কম্পন অনুভব করলেই যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখুন। পাশাপাশি বাসার আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখবেন।’
অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর আওমোরি ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ।
বিপি/ এএস
