দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় অন্তত ছয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার লক্ষ্য ছিল ওয়াদি রুমিন, জাবাল সাফি এবং নাবাতিয়েহ জেলার জেফতা নদীর আশপাশের এলাকা।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাগুলো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। যদিও সেখানে এমন কোনো অবকাঠামো আছে কি না সেই বিষয়ে জানা যায়নি কিছুই।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের ভেতর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল এখনো লিতানি নদীর দক্ষিণে পাঁচটি স্থানে সেনা অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবাননসহ বেইরুতের দক্ষিণাঞ্চলেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

ইউএনআইফিল জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৮ হাজার ৫০০টির বেশি আকাশ ও স্থল লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।