জাপানের ভূমিকম্পে সুনামির সতর্কতা প্রত্যাহার
৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালি ভূমিকম্প আঘাত হানার পরপরই জাপানে জারি করা হয়েছিল সুনামির সতর্কতা। তবে শঙ্কা কেটে গেছে। সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, আইওয়াতে বিভাগ এবং হোকাইদো ও অমোরির কিছু অংশে দেওয়া সুনামি সতর্কতা তুলে নিয়েছে আবহাওয়া বিভাগ।
এর আগে স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। আর এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।
এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।
