স্যাটেলাইটে মিললো সুদানের ভয়াবহ হত্যাযজ্ঞের প্রমাণ

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০১ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
স্যাটেলাইটে মিললো সুদানের ভয়াবহ হত্যাযজ্ঞের প্রমাণ
ছবি- সংগৃহীত

মানবতার এক চরম অবমাননার সাক্ষী হলো উত্তর আফ্রিকার সুদান। দেশটির দারফুর অঞ্চলে চলছে মানবতার বিরুদ্ধে চরম নৃশংসতা। বিদ্রোহী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সেখানে গণহত্যা চালাচ্ছে। তাদের শহর দখলের পর দারফুরের প্রতিটি ঘর যেন আজ মৃত্যুপুরী, প্রতিটি পথ রক্তাক্ত। সেই ভয়াবহতা, সেই চরম বর্ববতা আজ মহাকাশ থেকে তোলা স্যাটেলাইট চিত্রেও স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) এবিসি নিউজ-এর এক প্রতিবেদন প্রকাশ করে এই কঠিন সত্য। সেখানে বলা হয়, আরএসএফ বিদ্রোহীদের হাতে শহর দখলের পর ঘরে ঘরে যে গণহত্যা চালানো হয়েছে, তার ভয়াবহ প্রমাণ মিলেছে স্যাটেলাইট চিত্র ও যাচাই করা ভিডিওতে। বিশ্লেষকরা এটিকে মানবতার বিরুদ্ধে নতুন গণহত্যার প্রমাণ হিসেবে দেখছেন।

মানবাধিকার বিশ্লেষকদের চোখে, মহাকাশ থেকেও দৃশ্যমান এই রক্তস্নাত পরিস্থিতি যেন ২০ বছর আগে শুরু হওয়া দারফুর গণহত্যার চূড়ান্ত ও মর্মান্তিক অধ্যায়।

ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল) যেন আকাশের চোখ হয়ে দেখিয়েছে সেই বিভীষিকা। তাদের স্যাটেলাইট চিত্রে শহরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য নিথর দেহের অবয়ব দেখা গেছে, যাদের চারপাশে জমাট বাঁধা রক্তের দাগ স্পষ্ট। হাসপাতাল প্রাঙ্গণ, আবাসিক এলাকা, শহরের শেষ সীমানা এবং এমনকি সেনাঘাঁটির কাছাকাছিও শনাক্ত হয়েছে এই হতভাগ্যদের মরদেহ।

'সৌদি হাসপাতাল' নামক একটি স্থানে অন্তত চারটি লাশের স্তূপ শনাক্ত হয়েছে। প্রথম দিনের ছবিতে দেখা গিয়েছিল মানুষগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে—আর পরের দিন সেই স্থানে শুধু দেহের স্তূপ! এই দৃশ্য স্পষ্ট বলে দেয়—সেখানে বন্দিদের উপর কী নির্মমতা চালানো হয়েছে।

সবচেয়ে মর্মান্তিক হলো—শহরের পশ্চিম দিক দিয়ে প্রাণ বাঁচাতে পালানো নিরীহ সাধারণ মানুষদের উপরও গুলি চালানো হয়েছে, স্যাটেলাইট চিত্রে যার ইঙ্গিত মিলেছে। শহরের প্রতিরক্ষামূলক প্রাচীর বরাবর পাওয়া গেছে আরও অন্তত ছয়টি লাশের স্তূপ, যার পাশে ছিল আরএসএফ-এর সামরিক যান। তারা সরে গেলেও, রয়ে গেছে কেবল মৃত্যু আর লাশ।

এইচআরএল-এর বিশ্লেষণে আরও জানা যায়, এই দানবীয় আরএসএফ এখন সামরিক ঘাঁটিগুলোও গ্রাস করে নিচ্ছে। ২৬ অক্টোবরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সুদান সেনাবাহিনীর ষষ্ঠ ডিভিশনের ঘাঁটিতে ১৫টিরও বেশি নতুন বিস্ফোরণের ক্ষতচিহ্ন ও পোড়া দাগ, যা মাত্র ১৫ দিন আগেও ছিল না। দারফুরের আকাশ আজ শুধু ধোঁয়া আর রক্তের করুণ বার্তা বহন করছে।