আবারও ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
আবারও ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা। বায়ুমানের কিছুটা উন্নতি হলেও ঢাকার বাতাস আজও জনগণের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’

২৫০ স্কোর নিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বায়ুদূষণে শীর্ষে রাজধানী ‘ঢাকা’। একই সময় সমান স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দুইয়ে অবস্থানে ভারতের শহর ‘কলকাতা’র।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

এদিকে ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর ‘কায়রো’, সেখানকার বাতাসের মানও নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

একিউআই নির্দেশিকা অনুসারে, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

বিপি/এনএ