দিল্লীকে হারিয়ে বায়ুদূষণের শীর্ষ শহর লাহোর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
দিল্লীকে হারিয়ে বায়ুদূষণের শীর্ষ শহর লাহোর
বাতাসে বাড়ছে দূষণ। ছবি- সংগৃহীত

দিল্লিকে হারিয়ে বায়ুদূষণের শীর্ষ শহরের অবস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ারের সর্বশেষ সূচকে লাহোর।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ‘আইকিউএয়ার’ প্রকাশিত সূচকে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দেখা যায় ৩১২, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত।

একই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয় ২৪২, যা খুবই অস্বাস্থ্যকর মাত্রার মধ্যে পড়ে।

 

দ্বিতীয় স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ছিল ২৪৯। চতুর্থ স্থানে থাকা কলকাতার স্কোর ২০৭ এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ছিল ২০০। এসব স্কোরই নির্দেশ করে শহরগুলোর বায়ুদূষণের মাত্রা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০৫০ হলে বায়ুর মান ভালো, ৫১১০০ হলে মাঝারি ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১১৫০ স্কোর। ১৫১২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। ২০১৩০০ স্কোর হলে তা খুবই অস্বাস্থ্যকর আর ৩০১-এর বেশি হলে বায়ুমানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়।

বিপি/ এএস