হঠাৎ রাজা–রানীর সাজে পলাশ–ইভানা, কারণ কী
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম
রাজকীয় লুকে পলাশ-ইভানা। ছবি- সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা আবারও হাজির হয়েছেন এক নতুন অবতারে। ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই জুটিকে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। যা দর্শকমহলে কৌতূহল ও সাড়া ফেলেছে।
সম্প্রতি এই দুই তারকাকে সামাজিক মাধ্যমে রাজকীয় সাজপোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক, যা দেখে ভক্তদের মনে হয়েছে যেন সম্রাট-সম্রাজ্ঞী।
জানা গেছে, একটি পানীয়জাতীয় পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন পলাশ-ইভানা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এই ছবিটি ছিল সেই বিজ্ঞাপনচিত্রেরই বিশেষ লুক।
নির্মাতা রাকেশ বসু জানান, বিজ্ঞাপনটি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হবে।
তিনি জানান, আম্রপালির ইতিহাসনির্ভর গল্পকে আধুনিক বিজ্ঞাপনের আকারে উপস্থাপন করেছেন। প্রেম, রাজনীতি ও রাজসভা কেন্দ্রিক ঐতিহাসিক পটভূমি বজায় রেখে নতুনভাবে কনসেপ্ট সাজানো হয়েছে। সেখানে পলাশ হাজির হবেন রাজা চরিত্রে আর পারসা ইভানা হয়েছেন রানী।
উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই জুটি।
