স্বর্ণের দাম এক লাফে বাড়লো ৪ হাজার টাকা
একদিনের ব্যবধানে ফের বাংলাদেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (১১ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আজ (১২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।
মূলত বৈশ্বিক বাজারে সোনার দাম বাড়ার কারণে সেটি প্রভাব ফেলছে বাংলাদেশের বাজারে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলারের ওপরে উঠেছে।
এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।
