জেনে নিন নতুন চালু হওয়া বিকাশ, নগদ, রকেটে আন্তঃলেনদেন খরচ কতো

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০২ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
জেনে নিন নতুন চালু হওয়া বিকাশ, নগদ, রকেটে আন্তঃলেনদেন খরচ কতো
ছবি- সংগৃহীত

দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হয়েছে। শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই সুবিধার ফলে বিকাশ, নগদ, রকেট, উপায়-এর মতো এমএফএস ওয়ালেট ব্যবহারকারীরা এখন একে অপরের সাথে সরাসরি অর্থ লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল (১ নভেম্বর) থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। এই আন্তঃলেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অবকাঠামো ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করা হচ্ছে, যা এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্যাংক টু ব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হতো।

এতদিন এমএফএস ওয়ালেটগুলোর মধ্যে লেনদেনের জন্য 'বিনিময়' নামক একটি অ্যাপ ব্যবহার করতে হতো। কিন্তু সেই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয়কেই সেখানে নিবন্ধিত হতে হতো, যা লেনদেন প্রক্রিয়াকে জটিল ও সময়সাপেক্ষ করে তুলত।

এখন থেকে এমএফএস ব্যবহারকারীদের আর কোনো তৃতীয় অ্যাপে নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই; তারা নিজেদের মধ্যে সহজেই সরাসরি লেনদেন করতে পারবেন। দেশের আর্থিক খাতে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্দেশ্যেই বাংলাদেশ ব্যাংক এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

এখন আসা যাক এই আন্তঃলেনদেনে খরচ হবে কী রকমের। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মগুলোর মধ্যে টাকা আদান-প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত চার্জ প্রযোজ্য হবে:

লেনদেনের ধরণ

প্রতি ১০০০ টাকায় সর্বোচ্চ চার্জ

এমএফএস থেকে এমএফএস

৮ টাকা ৫০ পয়সা

এমএফএস থেকে ব্যাংক ও পিএসপি

৮ টাকা ৫০ পয়সা

ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপি

১ টাকা ৫০ পয়সা

পিএসপি থেকে ব্যাংক বা এমএফএস

২ টাকা

তবে ব্যাংকগুলো চাইলে নিজেদের গ্রাহকদের জন্য ব্যাংক থেকে অন্য প্ল্যাটফর্মে টাকা পাঠানোর ক্ষেত্রে ১ টাকা ৫০ পয়সার চেয়ে কম বা বিনা খরচেও এই সুবিধা দিতে পারে। পিএসপি থেকে লেনদেনের ক্ষেত্রে 'রেভিনিউ শেয়ারিং' মডেল অনুসরণ করা হবে।

প্রসঙ্গত, বিকাশ, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ ও ট্যাপ-এর মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াস সার্ভিস (এমএফএস) প্রদান করে থাকে।