কালিয়াকৈরে ইয়াবাসহ যুবক আটক
গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই মিজান (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।
আটক মিজান কুতুবদিয়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, প্রাথমিক দেহ তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার থাকার কক্ষ তল্লাশি করে তোষকের নিচ থেকে আরও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এতে মোট ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম, কালিয়াকৈর ও গাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
