নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

Bangla Post Desk
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ছবি- বাংলাপোষ্ট

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের FWV, FPI ও FWA–রা কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন। 

কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও নিয়োগবিধি কার্যকর না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। 

তারা আরও বলেন, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কার্যক্রম ও রিপোর্ট প্রদানসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম তারা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা সমিতির সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মারুফ খাঁন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম, উজ্জ্বল দেবনাথ, নওগাঁ পরিবার পরিকল্পনার আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি সুরাইয়া সুলতানা (FWV), সহসভাপতি মাহবুবা খানম (FWV) এবং উপজেলার সকল এফডব্লিউএ ও এফপিআই সদস্যবৃন্দ। 

নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নিয়োগ বিধি বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।’ কর্মবিরতির কারণে পরিবার পরিকল্পনা সেবায় সাময়িক ভোগান্তির আশঙ্কা থাকলেও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা দৃঢ় অবস্থানে রয়েছেন।