শীতে কাঁপছে কুড়িগ্রাম

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
শীতে কাঁপছে কুড়িগ্রাম
ছবি: সংগৃহীত

শীত রীতিমত জেঁকে বসেছে কুড়িগ্রামে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পৌষের আগেই ভোগান্তি নামিয়ে আনছে অঞ্চলটির বাসিন্দাদের জন্য।

হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগেই এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলাটিতে। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

তিনি আরও বলেন, ‘এই শীতের তীব্রতা আরও বাড়তে পারে।’

গেল বেশ কয়েকদিন ধরেই ভোর থেকেই বয়ে চলা শুরু হয় কনকনে শীতের হিমেল হাওয়ার। একইসঙ্গে দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে কুয়াশার ঘনত্বও।

বিশেষ করে রাতের শেষ ভাগ এবং ভোরে শীত এতটাই তীব্র হচ্ছে যে ছিন্নমূল মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

বিপি/এনএ